৳ ৬৬০ ৳ ৬০০
|
৯% ছাড়
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
প্রকাশকের নিবেদন:
আত্মঘাতী বাঙালী' শ্ৰীনীরদচন্দ্র চৌধুরীর দ্বিতীয় বাংলা গ্রন্থ। তাঁর প্রথম বাংলা বই বাঙালী জীবনে রমণী আজ থেকে প্রায় কুড়ি বছর আগে প্রকাশিত হয়। সেই বই যখন প্রকাশিত হয়, তখন নীরদবাবু দেশে ছিলেন, দিল্লীবাসী। তারপর দীর্ঘদিন তিনি প্রবাসে, ইংল্যান্ডে অক্সফোর্ডে বাস করছেন। বিরহে ও অদর্শনে প্রেম গাঢ়তর হয়, এই বৈষ(ব তত্ত্বটির আবার মর্মোপলবি হবে পাঠক যখন এই বইটি পড়বেন। গােটা বঙ্গভূমি এবং বাঙালী সমাজ আগে কী অবস্থায় ছিল, ইংরেজী শিক্ষা ও ইউরােপীয় সাহিত্যের সংস্পর্শে ধীরে ধীরে কোন্ সু- উচ্চ গরিমার চূড়ায় উঠেছিল এবং কোথায় নেমেছে তারই পুজ্খানুপুঞ্খ বিশ্লেষণ করেছেন লেখক তাঁর আত্মঘাতী বাঙালীতে। ক্ষোভ ও জ্বালার পিছনে ঐকাতিতিক প্রেম না থাকলে ৯১ বছর বয়সের লেখনী থেকে এ-রচনা বার হওয়া সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, 'আত্মঘাতী বাঙালী' তিন খণ্ডে সমাপ্ত হবে। বর্তমান গ্রন্থটি প্রথম খণ্ড; এটির শিরােনাম আজি হতে শতবর্ষ আগে। এই খণ্ডে ১৯০০ সনের কাছাকাছি বাঙালীর সামাজিক ও মানসিক জীবন কি ধরনের ছিল তার পরিচয় লেখক দিয়েছেন। এই জীবনের একটা বড় দিক ছিল নরনারীর প্রেমের নতুন ধারণার প্রকাশ। এগুলাে যেমন বিবাহের ভেতর ছিল, তেমনি বাইরেও ছিল। নীরদবাবু তাঁর বইয়ে ঘরের প্রেমের যেমন বিবরণ দিয়েছেন, বাইরের প্রেমেরও তেমনি দিয়েছেন। বিদেশী শিক্ষায় বাঙালীর সমাজজীবনে ও ব্যক্তিজীবনে নবচেতনার পুষ্পসম উন্মেষ ও তার পূর্ণ বিকশিত রূপটি লেখক বিবৃত করেছেন এই খণ্ডে।
এই গ্রন্থ প্রকাশের কাজে আমরা সবচেয়ে যাঁর কাছে ঋণী তিনি লেখকপত্নী স্বয়ং, শ্রদ্ধেয়া শ্রীযুক্তা অমিয়া চৌধুরাণী। লেখকের পাণ্ডুলিপি থেকে তিনি তাঁর সুন্দর হস্তাক্ষরে প্রেস-কপি তৈরী করে না দিলে এই গ্রন্থ-প্রকাশ সম্ভব হত না। মাত্র ঋণ স্বীকারে তাঁর কাজের সামান্যই মূল্য পরিশােধ হয়। তিন খণ্ড প্রকাশ হবার পর সমগ্র গ্রন্থের বিস্তৃত সূচীপত্র নির্ঘণ্ট দেওয়া হবে।
Title | : | আত্মঘাতী বাঙালী |
Author | : | নীরদচন্দ্র চৌধুরী |
Publisher | : | মিত্র এন্ড ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
ISBN | : | 9788172930875 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 200 |
Country | : | India |
Language | : | Bengali |
নীরদচন্দ্র চৌধুরী (জন্ম: ২৩ নভেম্বর, ১৮৯৭, কিশোরগঞ্জ জেলা মৃত্যু: ১ আগস্ট, ১৯৯৯, ল্যাথবারি রোড, অক্সফোর্ড, যুক্তরাজ্য) ছিলেন একজন ভারতীয় লেখক। ১৯৯০ সালে, অক্সফোর্ড ইউনিভার্সিটি চৌধুরীকে অক্সফোর্ড শহরের দীর্ঘদিনের বাসিন্দা, চিঠিতে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। ১৯৯২ সালে, তাকে ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডারের অনারারি কমান্ডার করা হয়েছিল।
If you found any incorrect information please report us